বিপজ্জনক ইতুড়ী থেকে বিনোদপুর রাস্তা, মেরামতের দাবি জনগণের।

সুদীপ সেন, বাঁকুড়া:-  মরণ ফাঁদ হয়ে রয়েছে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন ইতুড়ী থেকে বিনোদ পুর যাওয়ার প্রধান মন্ত্রী সড়ক যোজনার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পিচ রাস্তাটি।

প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তায় ইতুড়ী থেকে কিছুটা পেরিয়ে ভালুকা রাস্তা ঢোকার আগে বেশ কিছুটা পিচ রাস্তায় ব্যাপক ধস নেমেছে।

এর ফলে যেকোনো সময় বিপজ্জনক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে গ্রাম বাসীরা।

এই সড়ক রাস্তাটি দিয়ে ভালুকা, বিনোদপুর, মোহনপুর, পছন্দ পুর, ধানাসডি সহ অনেক গ্রামের ছাত্র, ছাত্রী তিলুড়ী স্কুলে আসে, গ্রামবাসীরা হাসপাতাল যায়, বাজার ও চিকিৎসার জন্য ও বিভিন্ন স্থানে যায়।

তাছাড়া বর্তমানে অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিনোদপুর ড্যাম(চাঁদ ঝিল) এই রাস্তার মধ্যে পড়ে।

স্থানীয় বেশ কয়েকটি গ্রামের অতি প্রিয় কেন্দুলী মেলার প্রধান রাস্তা এটি।

আগের বছর অতি বৃষ্টির ফলে
এই রাস্তা মারাত্মক ভাবে ধসে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

তাই অতি দ্রুত এইগুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের দাবি জানাচ্ছে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *