নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার করে পুলিশ, তবে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার। জানা যায় মৃতের নাম তানিয়া দেবনাথ বয়স ১৬ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর থানা এলাকার চাঁদরা এলাকায়। সূত্রের খবর গতকাল রাতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি পরিবারে কথা কাটাকাটি হয় তারপরেই ঘটে এই ঘটনা। তবে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। তবে কি মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় লুকিয়ে আছে রহস্য, নাকি নিছক নিজে থেকেই আত্মহত্যা করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য।

Leave a Reply