রাজ্যের বিরোধীদলনেতার সভার পরই শাসক দল তৃণমূল কংগ্রেসের পাল্টা সভা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার ৮ই জানুয়ারি বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম স্বস্তিপল্লী মাঠে সভার আয়োজন করে বিজেপি। যার মূল বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তারপরই একই জায়গায় অর্থাৎ বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম স্বস্তিপল্লী মাঠে পাল্টা প্রতিবাদ সভা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভার মূল বক্তা ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী। এই সবার মূল ট্যাগলাইন ছিল গাদ্দার হটাও রাজ্য বাঁচাও। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যা বলেছেন তাই তিনি করি দেখিয়েছেন। বিধানসভা ভোটের আগে তিনি লক্ষীর ভান্ডারে কথা বলেছিলেন। বিধানসভা ভোটে জয়যুক্ত হওয়ার পর তিনি প্রথম বাংলার মায়েদের জন্য শুরু করেছেন লক্ষীর ভান্ডার। আর অন্যদিকে আরো একটা দল যারা ভোট আসার আগে আসবে এবং বলবে জিনিসপত্রের দাম কমে যাবে কিন্তু তারপরে তাদের আর দেখা পাওয়া যাবে না। গোটা দেশের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এমনি এমনি হয়েছে মানুষ চেয়েছেন তাই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের যে বঞ্চনা তা নিয়ে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বক্তব্য রাখতে বলেন, এই মাঠেই সভা করেছিলেন একজন তার নাম আমি আর মুখে আনতে চাইছি না তারা এই জায়গাটিকে অপবিত্র করে গিয়েছিলেন কিন্তু আজকে এই প্রতিবাদ সভায় আসা হাজারো তৃণমূল কংগ্রেসের কর্মীর পায়ের ধুলোয় পবিত্র হয়ে গেল এই জায়গা। ভোটের আগে বিজেপি আসবে এবং বিভিন্ন রকম প্রতিশ্রুতি আপনাদের দেবে কিন্তু তাদের ফাঁদে পা দেবেন না আপনারা। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজ্যের উন্নয়ন করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *