জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পানডা পাড়া ক়ংগেস ময়দান সংলগ্ন শিব মন্দিরে বিশাল যজ্ঞ রআয়োজন হতে চলেছে আগামী শনিবার। বাবা মহাকাল মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে। এখন থেকেই শুরু হয়েছে তার প্রস্ততি।এইদিন সকালে পুজো অনুষ্ঠিত হবার পর দুপুর বেলা সকলের জন্য বিনামূল্যে বিতরণ হবে ভোগ। জলপাইগুড়ির সকল ভক্তদের এইদিন যোগ্যতে আসা ও ভোগ নেবার আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরকমিটির তরফে । পাশাপাশি এইদিন কিছু দুষ্ট মানুষের জন্য কম্বল বিতরণ হবে।
পানডা পাড়া ক়ংগেস ময়দান সংলগ্ন শিব মন্দিরে বিশাল যজ্ঞ আয়োজন হতে চলেছে আগামী শনিবার।

Leave a Reply