নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিএসএফের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি নদীয়ার ভীমপুর থানার মলুয়া পাড়া এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম সেখানে বিএসএফের তরফ থেকে কাঁটাতার ের বেড়া দেওয়ার কাজ চলছে গ্রামবাসীদের অভিযোগ দেড়শো গজের বদলে তথা বেশি জায়গা নিয়ে কাঁটাতার দেওয়া হচ্ছে এতে গ্রামবাসীদের অসুবিধা , এই নিয়ে আজ আবারো গ্রামবাসীরা কাঁটাতার দেওয়ার কাজে বাধা দিতে গেলে গেলে অভিযোগ বিএসএফ মারধর করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন তাদেরকে নিয়ে আসা হয় জেলাশক্তিনগর হাসপাতালে। প্রসঙ্গত এর আগেও গত ২৪ শে জানুয়ারি এই কাঁটাতার দেওয়া নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ আন্দোলন করেন।
বিএসএফের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ উঠল।

Leave a Reply