জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্টা দিবস।সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজ এবিপিটিএ 89তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল কদমতলা জেলা দপ্তরে। সংগঠনের জেলা দপ্তরে পতাকা উত্তোলন হয়।পতাকা উত্তোলন করেন প্রবীণ সংগঠনের নেতা সীতেশ চক্রবর্তী। এরপর শুরু হয় সংগঠনের সদস্য পদ গ্রহণের কাজ। সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝার উপস্থিতিতে আজকের প্রতিষ্টা দিবসটি পালিত হয় আজ।
৮৯তম প্রতিষ্টা দিবস নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির।

Leave a Reply