দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক,দাবি রবীন্দ্রনাথ ঘোষের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন জেলার বিভিন্ন জায়গায় জনসভা ও জনসংযোগ করে চলেছে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই কারণে ছাত্র-ছাত্রীদের মনোননিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তৃণমূলের। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন,বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা উচিত। কারণ পরীক্ষা কেন্দ্রের আশপাশে জেলা জুড়ে দিলীপ ঘোষ জনসংযোগ করে বেড়াচ্ছেন। এতে ছাত্র-ছাত্রীদের মননিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তাই জেলা প্রশাসনকে জানাবো অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করে যতদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিন জেলে আটকে রাখার ব্যবস্থা করুক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহার জেলায় এসে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনসংযোগ কর্মসূচি ও সভা করছেন দিলীপ ঘোষ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিভাবে একজন নেতা জেলার বিভিন্ন প্রান্তে সভা করে বেড়াচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন?

তৃণমূলের দাবি, জেলার বিভিন্ন প্রান্তে দিলীপ ঘোষ যেভাবে সভা করে বেড়াচ্ছে তাতে ছাত্র-ছাত্রীদের মননিবেশ নষ্ট হচ্ছে বা শান্তিতে পরীক্ষা দিতে পারছে না বলে মনে হয়। এটা বন্ধ হওয়া উচিত। ছাত্রছাত্রীরা যাতে শান্ত ও সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা দিতে পারে সে কারণে কোচবিহারের জেলা শাসক ও পুলিশ সুপারকে, দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে পোরা হোক বলে দাবি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *