পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করার প্রতিবাদে ইতিমধ্যে সোচ্চার হয়েছে কংগ্রেসের নেতৃত্ব এবং দলীয় কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের তরফ থেকে জেলাশাসনের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলি বলেন, আমাদের নেতা কৌস্তভ বাগচীকে যে সমস্ত মামলা দেয়া হয়েছে তা অবিলম্বে তুলে নিতে হবে। পাশাপাশি আগত পঞ্চায়েত ভোটে মানুষ যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত কর্মীরা মাঠে ময়দানে কাজ করেন তাদের কোনরকম মামলা বা অনৈতিকভাবে গ্রেফতার করা যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ডেপুটেশন প্রদান করা হলো জেলা কংগ্রেসের তরফ থেকে।
পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন।

Leave a Reply