দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট শহরে দোল উৎসবের আগে আগাম দোল উৎসব মেতে উঠলো বালুরঘাট আশুতোষ উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা। আশুতোষ উচ্চ বালিকা বিদ্যালয়ে ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকার পড়তে আসে। দূরবর্তী গ্রামের ছাত্রীরা দোল উৎসবের ছুটির দিনে পারবে না বললে স্কুলের ছাত্রীদের নিয়ে আগাম দোল উৎসবে মেতে উঠল স্কুল কর্তৃপক্ষ। গ্রামের ছাত্রীদের কথা মাথায় রেখে এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, বালুরঘাটের মহকুমা সুমন দাশগুপ্ত,DM/DC নির্মিতা সাহা, পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা।
বালুরঘাট শহরে দোল উৎসবের আগে আগাম দোল উৎসব মেতে উঠলো বালুরঘাট আশুতোষ উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা।

Leave a Reply