নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আজ তাহেরপুর থানা অভিযান হয়েছে।সি.পি.আই(এম) তাহেরপুর এরিয়া ও রানাঘাট এরিয়া কমিটির আহ্বানে আজ তাহেরপুর এরিয়া দপ্তর থেকে এক বিশাল মিছিল তাহেরপুর বাজার পরিক্রমা করে।থানার সামনে বিশাল জমায়েত হয়।সভায় সভাপতিত্ব করেন সুপ্রতীপ রায়।সমাবেশে স্মারক লিপি উত্থাপন করেন সি.পি.আই(এম) রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক কমল ঘোষ।বক্তব্য রাখেন তাহেরপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নিরঞ্জন মিস্ত্রি,রতন রঞ্জন রায় প্রমুখ।
ছয় সদস্যের এক প্রতিনিধি দল ও.সি তাহেরপুরের নিকট ডেপুটেশন দেন।
শান্তিপূর্ণ উপায়ে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে তাহেরপুর থানা অভিযান।

Leave a Reply