জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এবার অবরোধে হলদিবাড়ী শিলুগুড়ি বাইপাস রোধ অবরোধ কর্মসূচি পালন করল এলেনার বাসিন্দারা।অভিযোগ দীর্ঘ কয়েক দিন থেকেই রাস্তা সংস্কার করা হচ্ছে শিলুগুড়ি হলদিবাড়ী বাইপাস রোডে। কিন্তু রাস্তার কাজে ধিলামো শুরু হয়েছে।কোন ধরনের ধুলো কে না ছড়ানোর জন্য জল দেবা হচ্ছে না।ফলে বড় থেকে শিশু দের নানা রোগের পরিস্থিতি তৈরি হয়েছে। বার বার রাস্তা সংস্কার কতৃপক্ষের কাছে বললেও কোন ধরনের সুরাহা হয়নাই ।তাই বাধ্য হয়েই আজকে অবরোধে সামিল হয়েছেন। দীর্ঘ এক ঘন্টা অবরোধের পর শেষে রাস্তা তৈরির আগে চারিদিকে জল দিবে বলে আশ্বাস দিয়েছেন কতৃপক্ষ।তারপর ই অবরোধ তুলে দেয় তারা। অবরোধের ফলে বেশ কয়েকটি বড় লরি ও বাস আটকে ছিলো।
শিলুগুড়ি হলদিবাড়ী বাইপাস রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

Leave a Reply