লোন চুরির অভিযোগ জলপাইগুড়ি তে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- একটি বেসরকারি সংস্থার কর্মী দের বিরুদ্ধে সাধারণ মানুষের লোনের টাকা তুলে নেবার অভিযোগ উঠল ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভারঅন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের ভাটিয়া ব্লিডিং এলাকার । জানা গেছে কয়েক দিন থেকেই এই বেসরকারি সংস্থার কয়েক জন কর্মী হাতের ছাপ ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে সাধারণ মানুষের নামে লোনের টাকা নিয়েছে।এইদিন কয়েক জন এইরকম মানুষের খোঁজ মিলছিলো যারা লোন সামান্য কিছু নিলেও তাদের লোনের পরিমাণ অনেক টাকা বেশি হয়েগেছে। আবার কেউ অভিযোগ করেন লোন নি নাই অথচ আমাদের নামে লোন আছে।তাই শুক্রবার বিকেলে সেই দুই কর্মী কে হাতেনাতে পেয়ে বেশ কিছু টা সময় আটকে রেখেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার বাসিন্দাদের ভুল বুঝিয়ে, আমাদের নামে লোন উঠিয়েবিপদে ফেলেছে। আসলে এই সংস্থা সাধারণ মানুষ দের কিস্তি মারফত লোন দিয়ে থাকে। কিন্তু কয়েক জন কর্মী রা মিলে নিজেদের নামে অতিরিক্ত লোন তুলে নিয়েছেন এমনটাই অভিযোগ।তবে সংস্থার কর্মী রা বলেন এটা টেকনিক্যাল সমস্যা।আমরা লোন তুলি নাই।যদিও পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখতে সেই দুই কর্মী দের কোতয়ালী থানায় নিয়ে যাবা হয়েছিল পুরো বিষয়টি আসলে কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *