শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কুম চালুর দাবিসহ একাধিক দাবিতে ১৯ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস এদিন তাঁদের সিদ্ধান্তের কথা জানান
রবিবার এনজেপিতে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের বার্ষিক সভার আয়োজন করা হয়। এই বার্ষিক সভায় এদিন কেন্দ্রীয় সরকারের রেলের একাধিক নীতি নিয়ে আলাপ আলোচনা হয়। আলোচনা শেষে তাঁদের সিদ্ধান্তের কথা জানালেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস। তিনি জানান, পার্লামেন্টে বিক্ষোভের পর সরকার যদি তার মত পরিবর্তন না করে তাহলে ১৯ শে সেপ্টেম্বর ভারত বনধ করা হবে এই দাবিতে। ওই নির্দিষ্ট দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ১৯৬৮ সালে কেন্দ্রীয় সরকারের আন্দোলনে বহু শ্রমিক শহিদ হয়েছেন। তাই সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছো।
Leave a Reply