নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গত বুধবার সকাল পর্যন্ত অন্যান্য কৃষকদের মতো কিছুটা লাভের আশায় বুক বেঁধে ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা পাড়ের সুকান্ত নগরের স্বপন সরকার।
তবে খুব বেশিক্ষন স্থায়ী হয়নি স্বপন বাবুর দেখা লাভের আশা।
গোধূলিতে ধেয়ে আসে চৈতালি ঝড় সঙ্গে শীলা বৃষ্টি।
নিমেষেই বিঘার পর বিঘা জমির লঙ্কা গাছ ঝড়ো হাওয়া এবং শীলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়।
শুধু যে স্বপন বাবু ত নয়, তিস্তা পাড়ে কম বেশী প্রায় পনেরো বিঘা জমির ফসল সহ লঙ্কা গাছ ক্ষতিগ্রস্থ হয়।
শুক্রবার সকালে নিজের ক্ষতিগ্রস্ত লংকা খেতে দাড়িয়ে কৃষক স্বপন সরকার জানান, এবারে রোগ পকার হাত থেকে গাছ বাঁচাতে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করেছিলাম।
সব ঠিকই চলছিল, বুধবার যে ফসল ঝড় শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাতে বর্তমানে লাভের গুর পিপড়েতে খাবার মতো অবস্থা।
বুধবারের চৈতালি ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে কাচা লঙ্কা চাষীরা, লাভের গুর পিপড়েতে খাবার মতো অবস্থা।

Leave a Reply