অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে প্রশাসনিক বৈঠক।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায় রয়েছে বহু পুকুর। যেগুলি অবৈধভাবে ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠছিল বহুদিন ধরে। বর্ধমান পৌরসভা বারবার এই অবৈধ ভাবে পুকুর ভরাটে তৎপর হয়েছে। সেই মর্মেই বর্ধমান পৌরসভার উদ্যোগে জেলাশাসক অফিসে কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয়। যার মূল বিষয় অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ করলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বর্ধমান পৌরসভার এম সি আই সি এবং কাউন্সিলর বৃন্দ। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, শহর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ আসছে। পৌরসভার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে অবৈধভাবে পুকুর ভরাট না হয়। এই বিষয় নিয়ে আজ জেলা শাসকের কনফারেন্স হলে মিটিং অনুষ্ঠিত হলো। বর্ধমান পৌরসভায় প্রায় 40 টি অভিযোগ জমা পড়েছে যেখানে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে। এরপর থেকে অবৈধভাবে পুকুর ভরাট করা হলে বর্ধমান পৌরসভার তরফ থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৈঠকে পুকুর মালিকদের ডাকা হয়েছে তাদের পরিষ্কার করে এই বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা নিয়ে বর্ধমান পৌরসভার যথেষ্ট তৎপর। এছাড়াও আজকের এই মিটিংয়ে আপনারা জানেন আমাদের আলোচনা হলো অবৈধভাবে পুকুর ভরাট করা যাবে না। আপনারা জানেন সাধারণ মানুষ জমির মূল্য বৃদ্ধির জন্য অবৈধভাবে পুকুর ভরাট করে সেখানে অবৈধভাবে নির্মাণ করে ফেলছেন। সেই পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণের তৎপর বর্ধমান পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *