পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কথা। যার মাধ্যমে রাজ্যের বারো হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ, পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। এই মর্মেই শনিবার জেলাশাসক দপ্তরে কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা। সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, পূর্ব বর্ধমান জেলা জুড়ে ৫৪১টি পথশ্রী ও রাস্তাশ্রী স্কিম অ্যাপ্রুভ করা হয়েছে এবং যার মধ্যে ৮৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা তৈরিতে মোট ৩১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট চারটে এজেন্সির দ্বারা সমস্ত রাস্তাটি তৈরি হবে। পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের কথা ভালো করে প্রচার করা হচ্ছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজগুলি শুরু হবে। জেলাশাসক প্রিয়াংকা সিংলা আরো বলেন, ষষ্ঠতম পর্যায় আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। ২০২৩সের প্রথম দুয়ারে সরকার শুরু হবে পহেলা এপ্রিল থেকে। পহেলা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আমরা প্রচারের জন্য বিভিন্ন রকম ক্যাম্প করব। যেখানে আমরা দেখব যে ক্যাম্প করার প্রয়োজন আছে সেই ফিল্ডে আবার আবার ক্যাম্প করা হবে। এখনো পর্যন্ত আমরা গোটা জেলায় জুড়ে প্রায় ৫৫০০ কেন করেছি। আমরা এ বছর দুয়ারে সরকার ক্যাম্পে একটি কন্ট্রোল রুম করছি। যেখানে সাধারণ মানুষের যদি কোন অভিযোগ অথবা আমাদের যদি কোন সাজেশন দিতে চান তাহলে তিনি সেখানে বলতে পারবেন। আজই সাংবাদিক বৈঠকে জেলাশাসক প্রিয়াংকা সিংলা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ।
পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠকে জেলাশাসক।

Leave a Reply