নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রহরীদার থাকা সত্ত্বেও চায়ের দোকানের এডভেস্টারের চালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। বেশ কয়েক হাজার নগদ অর্থ চুড়ির অভিযোগ। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র মতিগঞ্জ মোড়ের। চায়ের দোকানদার সুবীর বিশ্বাসের অভিযোগ, গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। আজ সকালে চায়ের দোকান খুলে দেখে দোকানের চালার অ্যাডভেস্টার কাটা, এরপর দেখে কৌটোতে রাখা বেশ কয়েক হাজার টাকা উধাও, পাশাপাশি অন্য আসবাবপত্র চুরি করে নেয় দুষ্কৃতীরা। স্বভাবতই চুরির ঘটনা নজরে পড়তেই মাথায় হাত পড়ে যায় চায়ের দোকানদার সুবীর বিশ্বাসের। তার অভিযোগ প্রতিদিনই প্রাণকেন্দ্র মতিগঞ্জ মোড়ে থাকে প্রহরীদার, গতকালকে রাতেও ছিল প্রহরীদারেরা। কিন্তু প্রহরীদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো। তবে বিষয়টি তিনি জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে, পাশাপাশি চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায়। যদিও চায়ের দোকানদার সুবীর বিশ্বাস এও জানান, বেশ কয়েক বছর আগে আরো একবার চুরি হয় তার দোকানে। দ্বিতীয়বার আবারও চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি।
প্রহরীদার থাকা সত্ত্বেও চায়ের দোকানের চালার এডভেস্টার কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।

Leave a Reply