আজ রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পাইকপাড়ী আশুরালী সমবায় সমিতির নির্বাচন।

পূর্ব মেদিনীপুর-কোলাঘাট, নিজস্ব সংবাদদাতা:– আজ রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পাইকপাড়ী আশুরালী সমবায় সমিতির নির্বাচন। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব। মোট আসন সংখ্যা ১২ টি। তবে ৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। তবে ঐ ৩ জন প্রার্থী কোন শিবিরে তা নিয়ে বিভ্রাট।তৃনমূলের দাবী তাদের পক্ষে রয়েছেন জয়ী প্রার্থীরা, পাশাপাশি বামেদের গনতান্ত্রিক সমবায় উন্নয়ন মঞ্চের দাবী তাদের পক্ষে রয়েছে জয়ী প্রার্থী। সব থেকে বিভ্রান্তি দেখা দিয়েছে সাহাপুর গ্রামের প্রার্থী শক্তিপদ সরকারকে নিয়ে। বাম ও বিজেপির প্রার্থী তালিকায় এক ব্যক্তির নাম। যদিও তৃণমূল দাবি করেছে শক্তিপদ সরকার তাদের লিখিত দিয়েছে তৃণমূলের পক্ষে তিনি রয়েছে। ফলে শেষমেষ কোন‌ দিকে তারা রয়েছে তা ভোটের ফলা ফলের ওপর নির্ভর করেছে। তবে আজ ৯ টি আসনে ভোটপর্ব চলছে। দুপুর ২ টো পর্যন্ত ভোট চলবে।সকাল থেকে চলছে ভোট। বিকেলেই ফলাফল ঘোষনা হয়ে যাবে।
বাইট: ১. বাসুদেব রায় (তৃনমূল নেতা)
২. শ্যামল কুমার পাল (বিজেপি)
৩. গৌতম কুমার গুড়ে (তৃণমূল নেতা, উপপ্রধান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *