পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার রাত ১২ টা থেকে (ইংরেজি মতে রবিবার) থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
বেলানগর স্টেশনে কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার কোনও লোকাল ট্রেন চলবে না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
এদিকে রবিবার কর্ড লাইনে লোকাল ট্রেন বন্ধ থাকায় চরম অসুবিধার মধ্যে পড়েছেন মানুষজন।
Leave a Reply