মানসিক ভারসাম্যহীন এবং চোট গ্রস্ত প্রৌঢ় কে চুল দাড়ি কাটিয়ে স্নান করিয়ে নতুন পোশাক।

বাঁকুড়া-ইন্দাস, আব্দুল হাই:- বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানায় অন্তগত বিজয় নগরে, কি ভাবে প্রৌঢ় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে এসে পৌঁছেছে স্থানীয়রা সঠিক বলতে পারছে না। আর বলতে না পারার উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করেছে, বৃদ্ধ স্বাভাবিক ভাবে হাঁটাচলা না করতে না পারাকে।
আর সত্যিই প্রৌঢ় হাঁটচলা করতে পারে না, হাতে পায়ে কোনরকমে ঘষতে ঘষতে এদিক-ওদিক করছে অথচ সুদূর মুর্শিদাবাদ থেকে কিভাবে এখানে এসে পৌঁছালো সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
পাহাড়পুরের এক যুবক পাঁচ ছয় দিন ধরে খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। এছাড়াও এদিন গোবিন্দপুর বাজারের রাখাল নন্দী,হারু নন্দী, বাসুদেব নন্দী সহ অন্যান্যদের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন ,স্নান করানো হয়।এমনকি বাজারের এক নাপিত তার চুল দাড়ি কেটে দেয়।নতুন পোশাক উপহার দিয়েছে কোতুলপুর এর এক যুবক। স্থানীয় ব্যবসায়ীরা চাইছে বৃদ্ধ যেহেতু তার নাম ঠিকানা সবই বলতে পারছে সেহেতু বৃদ্ধ যে কোনভাবে ফিরে পাক তার নিজস্ব ঘর। আর এই কাজে সংবাদ মাধ্যমের অগ্রণীয় ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন স্থানীয় ব্যবসায়ী মহল। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার প্রশাসনের কাছে অনুরোধ এই প্রৌঢ় যেন নিজের বাড়িতে পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *