সিঙ্গাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো যামন খুশি বসে আঁকো প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদা জেলা পুলিশের তরফে হবিবপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার আইসি সুবীর কর্মকারে সহোযোগিতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে , তার মধ্যে রবিবার সিঙ্গাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো যামন খুশি বসে আঁকো প্রতিযোগিতা। এর আগে দেখা গিয়েছে হবিবপুর থানা পুলিশের উদ্যোগে হসপিটালের ফল বিতরণ করতে,অন্যদিকে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে জনসাধারণকে সচেতন করতে দেখা গিয়েছে আজ তিলাসন এলাকায় সিঙ্গাবাদ তিলাসন উচ্চ বিদ্যালয়ে যেমন খুশি বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এলাকার ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দিতে এগিয়েছে হবিবপুর থানা এদিন বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দ্বিতীয়, তৃতীয় হবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এছাড়াও অন্যান্য সকল বাচ্চাদের মধ্যে খাতা রুল রাবার কলম বিভিন্ন সামগ্রীক তুলে দেওয়া হয়। এজন্য উপস্থিত ছিলেন হবিবপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *