চন্দ্রকোনারোডে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর নজর রেখে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে PTS লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই স্বাস্থ্য শিবিরে প্রায় শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান, এই দিন উপস্থিত ছিলেন হেমন্ত দাস, সংস্থার ম্যানেজার তাপস কুমার বাগ, উৎপল মন্ডল, শঙ্কু কর্মকার,V K সিং, ড: রতন পঞ্চধ্যায়, ড: নিমাই ভকত,ড: পথিক মন্ডল সহ অন্যান্য সমাজসেবী ও চিকিৎসকেরা। জানা গিয়েছে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হেমন্ত দাস,তবে সংস্থার এই কর্মকান্ডতে আপ্লুত এলাকার সমাজসেবী থেকে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *