নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট শহরে দ্বিতীয় পর্যায়ের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি সোমবার পালন করল দিদির দূতেরা। এদিনের কর্মসূচি শুরু হয় রানাঘাট পূর্বপাড়ের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে। তারপর মোট সাতটি ওয়ার্ডে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি হয়। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষ পেয়েছে কিনা সে বিষয়েও জিজ্ঞাসা করেন তাঁরা।রানাঘাটের চটেশ্বরী কালী মন্দির থেকে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রানাঘাট শহরে দ্বিতীয় পর্যায়ের দিদির সুরক্ষা কবচ কর্মসূচি সোমবার পালন করল দিদির দূতেরা।

Leave a Reply