নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চাকরি চুরি নিয়ে এবার আলিপুরদুয়ারে পথে নামল বিজেপি। রাজ্যের চাকরি চোরেদের জেলে পাঠানোর দাবিতে তথা দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার জেলাশাসকের অফিস ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি। এদিন মিছিল করে বিজেপি নেতা কর্মীরা ডুয়ার্স কন্যার সামনে অবস্থানে বসেন। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ টিজ্ঞা,বিধায়ক দীপক বর্মন সহ নেতা কর্মীরা। বিজেপির অবস্থান বিক্ষোভ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
চাকরি চুরি নিয়ে এবার আলিপুরদুয়ারে পথে নামল বিজেপি।

Leave a Reply