নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের কাজলি হল্টের বটতলা শ্মশান কালি পূজা কমিটির উদ্যোগে বুধবার কাজলিপুল শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে অষ্টমীর স্নানের আয়োজন হয়। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে এই অষ্টমীর স্নানের আয়োজন করে আসছেন উদ্যোক্তারা। এদিন বটতলা কালী মন্দির পূজা কমিটির সম্পাদক সুধোন রায় বলেন,” বটতলা শ্মশান কালী মন্দিরে পুজা কমিটি প্রতি বছরের মতো এবছর অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা এখানে এসেছেন।”
কাজলিপুল শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে অষ্টমীর স্নানের আয়োজন।

Leave a Reply