নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুকুরে মাছ ছারলেই থাকছে না মাছ, রাতারাতি হয়ে যাচ্ছে উধাও। রহস্য উদঘাটন করার জন্য পুকুরে পাতা হয় জাল। সেই জালে অবশেষে উদঘাটন হলো রহস্য, জালে উঠে এল সাত ফুটের একটি ময়াল সাপ, যা দেখে চক্ষু চড়ক গাছ মৎস্যজীবীর। ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ এর খাল বোয়ালিয়া গ্রামের। জানাযায় ওই গ্রামের বাসিন্দা দীপক দাস তার পুকুরে মাছ চাষের জন্য বেশ কয়েকদিন ধরে মাছ ছাড়ছিলেন, কিন্তু রাতারাতি পুকুর থেকে মাছ যাচ্ছে উধাও হয়ে। এরপর মৎস্যজীবীর মনে সন্দেহ তৈরি হয়, গোটা পুকুরের চারপাশে তিনি পেতে রাখেন জাল। আজ সকালে পুকুরে গিয়ে দেখে জালের মধ্যে আটকে রয়েছে বিশাল আকারের সাত ফুটের একটি ময়াল সাপ, যদিও জাল থেকে সাপটিকে ছাড়িয়ে দড়ি দিয়ে বেঁধে তিনি নিয়ে আসেন লোকালয়ে। সাপটি দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়, পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয় গোটা গ্রামে। খবর দেওয়া হয় বনদপ্তরকে যদিও বনদপ্তরের আধিকারিকরা এসে সাত ফুটের ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই গ্রামে এর আগে কখনো এই বিশাল আকারের সাপ নজরে পড়েনি গ্রামবাসীদের, এই প্রথম বিশাল আকারের ময়াল সাপ দেখতে পেয়ে অনেকেরই চোখ যাই ছানাবড়া হয়ে যায়।তবে কি ওই গ্রামে রয়েছে আরো ময়াল সাপ, এই নিয়ে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। যদিও ঘটনাস্থলে যাই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
পুকুরে পাতা জালে উঠে এলো সাত ফুটের ময়াল সাপ যা দেখে চক্ষু চড়ক গাছ মৎস্যজীবীর।

Leave a Reply