প্রাক্তন মন্ত্রী কমল গুহকে অসম্মান করার প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করলো সারা ভারত ফরোয়ার্ড ব্লক।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী কমল গুহকে অসম্মান করার প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করলো সারা ভারত ফরোয়ার্ড ব্লক। এদিন ওই ধিক্কার মিছিল সারাভারত ফরোয়ার্ড ব্লকের জেলা কার্যালয় থেকে বের হয়। সেই ধিক্কার মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। এদিন ওই মিছিলে নেতৃত্ব দেন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার,নগেন্দ্রনাথ রায় সহ আরও অনেকে। এদিনের এই ধিক্কার মিছিলে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন এবিষয়ে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার জানান, আপনারা জানেন আমাদের প্রয়াত জননেতা কমল গুহ উত্তরবঙ্গের মানুষের জন্য বা উন্নয়নের জন্য নানা কাজ করে গেছেন। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে জননেতা কমল গুহকে অসম্মান করা হচ্ছে এবং তাদের জনৈক্য নেতা কু-পুত্র (উদয়ন গুহ) পিতার নামে মিথ্যা অপপ্রচার ও কুৎসা ছড়িয়ে দিচ্ছে। এই মিথ্যা অপপ্রচারের জন্য তাকে কোচবিহারের মানুষের কাছে ও দিনহাটার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *