বন্যপ্রাণী শিকার দন্ডনীয় অপরাধ শীর্ষক একটি সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হল আজ সোমবার আরাবাড়ি রেঞ্জ অফিসের মিটিং হলে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বন্যপ্রাণী শিকার দন্ডনীয় অপরাধ শীর্ষক একটি সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হল আজ সোমবার আরাবাড়ি রেঞ্জ অফিসের মিটিং হলে। জেলা বন দপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, পশ্চিম মেদিনীপুর এর সৌজন্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী, কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ সহ এ ডি এফ ও, জেলা পুলিশের আধিকারিক, আনন্দপুর, শালবনি ও গড়বেতা থানার অফিসার এবং আদিবাসী সম্প্রদায়ের স্থানীয় অধিবাসীবৃন্দ। ব্যাপরেআলোচকরা সকলেই জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী জেলায় একটি এনিম্যাল কমিটি গঠিত হয়েছে। এই কমিটি বন্য প্রাণী শিকার সংক্রান্ত আইনের বিষয়ে অংশগ্রহণ কারী দের সচেতন করে বক্তব্য রাখেন এবং আগামী দিনে আদিবাসীদের উৎসব পালনের বিষয়ে সবরকম সহযোগিতার কথা জানানো হয়। আদিবাসীদের পক্ষ থেকেও কয়েকজন আলোচনায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *