আবদুল হাই, বাঁকুড়াঃ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,বাঁকুড়া জেলা শাখা
কেন্দ্রীয় সরকার প্রণীত নয়া জাতীয় শিক্ষানীতি -২০২০ এর নেতিবাচক দিকগুলির বাতিলের দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল।
সমিতি দপ্তর থেকে মিছিল সহকারে ডি এম দপ্তরে যাওয়া হয়।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিসনদ পাঠ করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত।
সাধারন সম্পাদক সুকুমার পাইন জাতীয় শিক্ষানীতির বেসরকারীকরন,কেন্দ্রীকরন,সাম্প্রদায়িকীকরনের ঝোঁকের কথা উল্লেখ করেন।
সাধারনের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে এই নীতি।
ডেপুটেশনে বক্তব্য রাখেন সহসম্পাদক উত্তম কুমার খাঁ এবং কৃষ্ণপদ বাগ।
মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহোদয়ের নিকট ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনে অংশগ্রহণ করেন সাধারন সম্পাদক সুকুমার পাইন,
জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত,জেলা সভাপতি পরেশ মন্ডল,সহসভাপতি শুভময় মুখোপাধ্যায়,কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আশিস পান্ডে।
কেন্দ্রীয় সরকার প্রণীত নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ এর নেতিবাচক দিকগুলোর বাতিলের দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন।

Leave a Reply