বাঁকুড়া, আবদুল হাই:- ওরিশাই ভয়াবহ ট্রেইন দুর্ঘটনার কবলে পড়েছিল চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস, বালেশ্বর এর কাছে লাইনচ্যুত হয় এই করমন্ডল ট্রেইন, একটি মালগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ফলেই অধিকাংশ বগি লাইনচ্যুত হয়,, আর এই ট্রেইন এ চেপে জয়পুর ব্লকের 3 যুবক কাজের সূত্রে সূদুর চেন্নাইয়ে পারি দিয়েছিলেন গতকাল সকালে, বিষ্ণুপুর থেকে ট্রেনে চেপে খড়গপুর থেকে চেন্নাই এর উদ্দেশ্যে পাড়ি দেন পারিজিয়ার কয়েক ঘণ্টার মধ্যে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে একেবারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এরকম বড় মাপের ট্রেন দুর্ঘটনা। কেউ দেখেননি। আর সেই দুর্ঘটনার সাক্ষী থেকেছেন এই বাঁকুড়ার তিন যুবক ভগবানের কৃপায় একেবারেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, অল্প একটু চোট লাগলেও তেমন কিছু হয়নি বলেই জানা এই তিন যুবক। জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুর থেকে জয়পুরে বাসে নামার পর রেসকিউ করে জয়পুর থানায় নিয়ে আসেন তাদের শারীরিক পরীক্ষা করার পর থানার পুলিশের গাড়ি করে বাড়িতে পৌঁছে দেন।
তবে দুর্ঘটনার খবর কি? বাড়ির সদস্যরা গ্রামবাসীরা খুব উৎকণ্ঠায় দিন কাটছিল। কিছুসময় আগে 3 বন্ধু বাড়ি ফিরে আসায় স্বাভাবিক ভাবে বলা যায় চিন্তা কমলো গ্রামবাসীদের,,,
Leave a Reply