পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বিশ্ব পরিবেশ দিবস।বড়জোড়া নর্থ কোল মাইনের WBPDCL উদ্যোগে দিনটির তাৎপর্য মাথায় রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বড়জোড়ায় একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ১০৩জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী, কলিয়ারীর প্রজেক্ট অফিসার মীর তৈয়বুর রহমান, মাইন ম্যানেজার সুরেশ কুমার, সুরক্ষা অফিসার অভিজিৎ কুমার মণ্ডল সহ একাধিক কর্মকর্তারা।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *