নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সূত্রের খবর যে জায়গা থেকে এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল তারা নমিনেশন ফাইল কমপ্লিট করতে পারেননি বা তারা প্রার্থী দিতে পারেননি সেই জায়গা থেকে এই প্রার্থী বন্ধুদের সাথে নিয়ে ও তার পা ভাঙ্গা অবস্থাতেই ভোট প্রচার শুরু করলেন।
বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের নির্দলের প্রার্থী সাইকেল চিহ্নে দাঁড়িয়েছেন অরিন্দম চক্রবর্তী।
জানা গিয়েছে তিনি তৃণমূলের এই কর্মী ছিলেন কিন্তু দল তাকে প্রার্থী হতে দেয়নি সেই কারণেই তিনি নির্দোরে দাঁড়িয়েছেন কারণ তার দাবি এলাকার মানুষ তাকে সমর্থন করছে তাদের ভালোবাসা নিয়েই তিনি নির্দলের প্রার্থী হয়েছেন।
কিছুদিন আগে বাড়িতে ছোট্ট একটি দুর্ঘটনায় পা ভেঙ্গে যায় সেই ভাঙ্গা পা নিয়ে এলাকায় সমস্ত রাজনৈতিক দলকে পিছনে রেখে নমিনেশন ফাইল কমপ্লিট করে সর্বপ্রথম দেয়াল লেখনের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলেন অরিন্দম।
স্থানীয়দের দাবি এলাকায় আর কোন কোন রাজনৈতিক দল থেকে কারা প্রার্থী হয়েছেন তারা ঠিক বুঝতে পারছেন না তবে এখন এলাকায় এক নামে পরিচিত সন্টু দা অর্থাৎ অরিন্দম চক্রবর্তীর ওপরই তারা ভরসা রাখছেন।
অরিন্দম বাবুর আশা যে শান্তিপূর্ণ ভোট হবে এবং সাধারণ মানুষের ভালোবাসায় তিনি জয়লাভ করবেন এছাড়াও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এমনটাই তিনি জানাচ্ছেন।
তবে এই পার্থী প্রমাণ করে দিল যে সময় অপচয় করতে নেই কারণ যেই জায়গা থেকে শাসক বিরোধীরা প্রার্থী ঠিক করতে পারছে না এবং নমিনেশন ফাইল কমপ্লিট করতে পারছে না সেই জায়গা থেকে সময় নষ্ট না করে নমিনেশন জমা দিয়েই দেওয়ার লেখনের মধ্য দিয়েই ভোট প্রচার শুরু করলেন এই প্রার্থী।
Leave a Reply