পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২ রা জুন মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে ছিলো বালেশ্বরে। প্রায় ১৮ দিন কেটে গেছে। এখনো দেশবাসীর মন থেকে দুর্ঘটনার বিভীষিকা মুছে যায়নি। প্রায় ২৯০ এর অধিক মানুষের মৃত্যু হয়ে ছিল। গুরুতর আহত হাজারের বেশি। আজ ২০ই জুন পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন চক্রবর্তী করমন্ডল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার ১৮ দিন পরে বাড়ি ফিরলেন। চিত্তরঞ্জন বাবুর বয়স প্রায় (৫৩)। দীর্ঘ প্রায় ৩০ বছর রেলের ক্যাটারিং এ রান্নার কাজ করতেন। তিনি ওই দিন করমন্ডল এক্সপ্রেসে ডিউটি করার করার সময় ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। প্রায় ১৮ দিন তিনি কটক SCB মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। আজ তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এগরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুরজ আলী, তৃণমূলের যুব সহ সভাপতি গৌতম বেরা, এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এগরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন চক্রবর্তী করমন্ডল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার ১৮ দিন পরে বাড়ি ফিরলেন।

Leave a Reply