সিঙ্গিজানি এলাকার এক তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের।

মনিরুল হক, কোচবিহার: তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায়। অপহরণের অভিযোগ তুলে ভেটাগুড়ির বাঁশতলায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যস্ততম ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মী সমর্থকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল রাতে সিতাই বিধানসভার অধীন দিনহাটা ১ ব্লকের ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি এলাকার তৃণমূল কর্মী নুর ইসলাম মিয়াঁকে অপহরণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে এদিন সকালে বাঁশতলা এলাকায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। অপহৃত তৃণমূল কর্মীর মুক্তির দাবি জানান তাঁরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

এদিন এবিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নুর আলম হোসেন জানান, নির্বাচনের সময় এলাকায় ভয়, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। তাঁর অভিযোগ, তৃণমূলের ওই কর্মী গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় গাড়ি থামিয়ে বোমা, বন্দুক দেখিয়ে তাঁকে অপহরণ করে বিজেপির দুষ্কৃতীরা। আমরা চাই আমাদের কর্মীকে বিজেপি মুক্তি দিক। নয়তো এর পরিণাম ভয়ংকর হবে বলে জানান তিনি।

যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির সিতাই বিধানসভার আহ্বায়ক দীপক রায় জানান, এসব তৃণমূল কংগ্রেসের নাটক। বিজেপির কাঁধে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। এঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *