দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কেষ্ট বিহীন বীরভূমে সন্ত্রাশ বন্ধ হয়নি, পুলিশ সেই পুলিশ’ই আছে আর যেকারনেই সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে তৃণমূল প্রার্থীরা । বালুরঘাটে অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বাঘ খাচা বন্দি হলেও সেখানে সন্ত্রাশ বন্ধ হয়নি । তার সাগরেদরা ঘুরে বেড়াচ্ছে । নানুরে বিজেপির জেলা সভাপতিকে পেটানো হয়েছে । এর ফলে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত । একবার শাসনের পরিবর্তন হতে দেন, দেখবেন তৃণমূল উবে গেছে । খোজ পাওয়া যাবে না ।
এদিন মালদার রতুয়াতে প্রচুর পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ বোমার কারখানা । পরমানু বিগ্যানি থাকে এখানে গ্রামে গ্রামে । তবে সবচেয়ে বড় পরমানু বিগ্যানি এখন তিহার জেলে । ফলে স্বাভাবিক ভাবেই তার চ্যালা চামুন্ডারা বানাচ্ছে ।
এদিন নির্বাচন কমিশনকেও তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, কমিশন দিদি শাসিত । স্বশাসিত আর নেই । ইতিমধ্যে ৮ জনের প্রাণ গিয়েছে । একই ভাবে রাজ্যের বেকারত্ব নিয়েও আক্রমন শানিয়েছেন সুকান্ত । তিনি বলেন, অনেক বেকার যুবকরা ভিনরাজ্যে চলে যাচ্ছে । এর থেকে লজ্জার কিছু নেই ।
পঞ্চায়েত ভোট প্রচারে বেড়িয়ে সাংসদ সাংবাদিক দের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে বলেন——

Leave a Reply