নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাতে বিওপি ইছামতী সীমান্ত বিএসএফ এর 68নং ব্যাটেলিয়ন নদীয়ার ধানতলা থানা এলাকার হাবাসপুর সীমান্ত দিয়ে দিয়ে গরু পাচারের চেষ্টা করা করছিল পাচারকারীরা।
বিএসএফ এর দাবী, পাচারকারীদের বাধা দিলে পাচারকারীরা পাথর নিক্ষেপ করে। এমনকি বিএসএফকে লক্ষ্য করে দেশি বোমা ছোড়ে পাচারকারীরা।
প্রতিরোধে বিএসএফের পক্ষ থেকেও গুলি চালায় বেশ কয়েক রাউন্ড।
বিএসএফের দাবি পাচারকারীরা তিনটি দলে ভাগ হয়ে গরু পাচার করছিল। তিনটি গরু আটক করে বিএসএফ। আটক একজন ভারতীয় পাচারকারী হাসান মন্ডল। বাড়ি নদীয়ার ধানতলা থানার কানিবাউনি।
বিএসএফের তৎপরতায় ব্যার্থ গরু পাচারের চেষ্টা, আটক পাচারকারী।

Leave a Reply