আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে বিভিন্ন বন্যা কবলিত এলাকার জনগণকে শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল প্রদান করা হল ।
এদিন সুভাষিনি চা বাগানে শ্রমিকদের ত্রিপল প্রদান করা হয় উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লকের আধিকারিকেরা । এদিন বিডিও কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানের ৪০০ জন শ্রমিকের হাতে নিজে ত্রিপল তুলে দেন।
এই বিষয়ে বিডিও জানান বন্যা কবলিত এলাকা থেকে আমাদের কাছে ত্রাণের জন্য আবেদন করা হয়েছিল এজন্য আমি নিজে স্পটে এসে জনগণের হাতে ত্রিপল তুলে দিচ্ছি।












Leave a Reply