পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে এই রাজ্য প্রকোপ দেখাতে শুরু করেছে ডেঙ্গু। রাজ্যের বিভিন্ন অংশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই নিয়ে বিধানসভায় তোলপাড় করেছে রাজ্যের বিরোধী দলগুলি। সেই মর্মে আজ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হলো ডেঙ্গু নিয়োগ বৈঠক এবং প্রশিক্ষণ। মূলত পৌরসভার স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। ডেঙ্গুর লক্ষণ চোখে পড়লে কি কি করা দরকার সেগুলো নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আজ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডের আধিকারিক এবং সমস্ত কাউন্সিলররা। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, যে সমস্ত ছাত্র কর্মীরা বর্ধমান পৌরসভার অন্তর্গত ৩৫টি ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করছেন মূলত সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিয়েই আজকে এই বৈঠক অনুষ্ঠিত হলো। বর্ধমান পৌরসভার তরফ থেকে সর্বাত্মকভাবে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে। আমরা ডেঙ্গু নিয়ে যথেষ্ট তৎপর।
বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে বৈঠক।

Leave a Reply