পুরনো বিবাদের জেরে গর্ববতী মহিলা সহ আরো দুই মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুরনো বিবাদের জেরে গর্ববতী মহিলা সহ আরো দুই মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের মনকুত বাঁধ রাধুটোলা‌এলাকায়।আহতরা গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত তিন মহিলারা হলেন শকুন্তলা মন্ডল(৩২),দিপালী মন্ডল(৩০) এবং অনিতা মন্ডল(৬০)।ঘটনা সম্পর্কে জানা গেছে,ওই গ্রামের বাসিন্দা জীতেন মন্ডলের সাথে আহতদের পরিবারের সাথে একটি জমির সংক্রান্ত বিষয় নিয়ে পুরনো বিবাদ রয়েছে।আর সেই পুরনো বিপদের জেরে গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে গোন্ডগোল শুরু হয়।তার জেরে শকুন্তলা মন্ডলকে একা দেখতে পেয়ে জীতেন মন্ডল সহ তার পরিবারের লোকজনেরা বেধরক মারধর রক্তাক্ত করে পা ভেঙে দেয় বলে অভিযোগ।শকুন্তলা মন্ডলের স্বামী শীতেশ মন্ডল শারীরিক প্রতিবন্ধী রয়েছেন।বর্তমানে ভিক্ষাবৃত্তি করে সংসার জীবন যাপন করেন তিনি।শকুন্তলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন দিপালী মন্ডল।তাকেও ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে বলে অভিযোগ দিপালী মন্ডল পাঁচ মাসের গর্ভবতী রয়েছে দাবি তার স্বামী জয়ন্ত মন্ডলের।‌এই ঘটনার জেরে আরো এক মহিলা আহত হয়েছে।গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় তিন মহিলাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর আহতদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়।পুরো ঘটনা বিবরণ দিয়ে মানিকচক থানা চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এদিকে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে মালদা মেডিকেল কলেজে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *