বুধবার কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত গঠনের দিনই শেষ হাসি হাসলো শাসক দল তৃণমূল কংগ্রেসই।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– কে দখল করবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত, তানিয়েই ছিলো স্থানীয় মানুষ জনদের মধ্যে উৎকন্ঠা। কারন বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল ও ১২ টি পেয়ে ছিলো বিজেপি এবং ১ টি পেয়ে ছিলো CPI(M)। বলা যেতে পারে CPI(M) প্রার্থী অনুপ মাইতি যাকে সমর্থন করবে সেই দল পাবে পঞ্চায়েত। বিজেপি ও তৃণমূল দুই দলই সিপিআই প্রার্থীর কাছে বারংবারই ছুটে যায় প্রার্থীর কাছে।এরআগে সংবাদমাধ্যমে সিপিআই প্রার্থী জানিয়ে ছিলেন উপর মেতৃত্বের সিদ্ধান্তের ওপর। তবে বুধবার পঞ্চায়েত গঠনের দিনই শেষ হাসি হাসলো শাসক দল তৃণমূল কংগ্রেসই। কারণ CPI(M) প্রার্থী অনুপ মাইতি সমর্থন করলেন তৃণমূলকেই। যার ফলে বৃন্দাবনচক অঞ্চল দখলে এলো তৃণমূলের। অনুপ বাবুকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান পদ দেওয়া গয় সুস্মিতা দাসকে। তবে CPI(M)-তৃণমূলের এই সমর্থন নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। দাবি বহুটাকার মূল্যে বিক্রি হয়েছে CPI(M) প্রার্থী। এক কথায় ঘোড়া কেনা বেচায় ভালোই দর ওঠেছে। তবে এই সিপিআই প্রার্থী যোগদানের পরেই পরমানন্দপুর গ্রামে ক্ষুব্ধ কিছু গ্রামবাসীরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *