ফালাকাটায় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ফালাকাটায় ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তাঁদের অভিযোগ ন্যশনাল হাইওয়ে অথরিটির তালবাহানার কারনেই পাঁচ বছর আগে শুরু হওয়া ওই মহা সড়ক এখন মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়েছে। ওই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান চউতোর। স্থানীয় বিজেপি বিধায়কের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও জেলা প্রশাসনের গাফিলতির জেরেই মহা সড়ক নির্মাণের কাজ বিলম্বিত হচ্ছে। এখন কবে ন্যাশনাল হাইওয়ে অথরিটির হুঁশ ফেরে সেদিকেই তাকিয়ে আছেন জেলার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *