মুখোপাধ্যায়ের বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের কক্ষ আজ প্রায় ভগ্নপ্রায়।

আবদুল হাই,বাঁকুড়া:-  বাঁকুড়া জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা বাঁকুড়া দর্পণের সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়। ১৮৯২ খ্রিস্টাব্দে নিজস্ব প্রেস থেকে শুরু হয় এই পত্রিকার প্রথম পর্ব। “বাঁকুড়া দর্পণ” তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটি নজির সৃষ্টি করা পত্রিকা। পরবর্তীকালে ১৯২০ সালে ডক্টর রামনাথ মুখোপাধ্যায় এর শারীরিক অসুস্থতার কারণে রায় বাহাদুর খেতাব হস্তান্তর করেন রায় বাহাদুর ডক্টর রামরবি মুখোপাধ্যায়কে। তখন থেকেই এই পত্রিকার সম্পাদনা করেন তিনি। বাঁকুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ডঃ রামরবি মুখোপাধ্যায়। শোনা যায় বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। বাঁকুড়া শহরের বুকে নতুনগঞ্জে রয়েছে মুখোপাধ্যায়দের জমিদার বাড়ি। রায়তওয়ারি ব্যবস্থা উঠে যাওয়ার পর এবং সরকারের বিভিন্ন নিয়ম লাবু হওয়ার পর প্রভাব প্রতিপত্তি কমে বেশ কিছুটা। বিপুল পরিমাণ জমি জায়গা হারাতে হয় মুখোপাধ্যায় পরিবারকে। আজও গেলে দেখতে পাবেন সুবিশাল এই জমিদার বাড়ি দন্ডায়মান রয়েছে। মুখোপাধ্যায়ের বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের কক্ষ আজ প্রায় ভগ্নপ্রায়।

মুখোপাধ্যায় বাড়ি এখন প্রায় ফাকাই বলা চলে। বাড়িতে বসবাস করেন রায় বাহাদুর ডক্টর রামরবি মুখোপাধ্যায়ের নাতনি এডভোকেট সোমা মুখোপাধ্যায়। বাঁকুড়া শহরের বুকে যে পরিবারের একসময় বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল সেই মুখোপাধ্যায় বাড়িতে গেলে একটি জানলার পাশে দেখা যাবে ভাঙ্গা ফলকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *