দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রকাশিত পর পর ২টি উপন্যাস আমাজন-এ সেরা বিক্রিত বই-এর তালিকায়, দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা আধিকারিকের লেখা বই রাজ্যের গন্ডি পেরিয়ে বিকোচ্ছে ভীন রাজ্যে-ভীন দেশে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক সানি মিশ্র-র সৌজন্যে উত্তরবঙ্গ পেতে চলেছে প্রথম ইংরাজি ভাষার ঐতিহাসিক উপন্যাস। দক্ষিণ দিনাজপুরের শিক্ষা আধিকারিকের উপন্যাস ঘিরে সাহিত্য মহলে উৎসাহের পারদ চড়ছে চড়চড়িয়ে। উল্লেখ ইংরাজি ভাষায় লেখা সানি মিশ্র-র বিগত ২টি উপন্যাস “শ্যাডোজ্ ইন দ্য নাইট” ও “মার্ডার অভ্ দ্য রোজে্জ্” ইতিমধ্যেই প্রকাশিত। প্রকাশিত ঐ ২টি উপন্যাসের প্রথমটি রোমান্সের আড়ালে সাইকোলজিক্যাল থ্রিলার এবং পরেরটি ক্রাইম-মার্ডার রহস্য। প্রকাশিত ২টি উপন্যাস-ই পাঠককূলে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যেই প্রকাশিত ঐ ২টি উপন্যাস রাজ্যের সাহিত্য বাজারের সীমানা অতিক্রম করে ঝাড়খন্ড, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য সহ ইউ.কে, মার্কিন যুক্ত রাস্ট্রের মত দেশের পাঠকদের মন জয় করেছে। সানি মিশ্র জানিয়েছেন প্রকাশিত হতে চলা উপন্যাসের নাম “গৌড়েশ্বর”। উপন্যাসের মূল চরিত্রে রাজা শশাঙ্ক। তিনি জানিয়েছেন তার লেখা উপন্যাসে শশাঙ্ক-এর জন্মের প্রাক্কাল থেকে মগধের উপরে শশাঙ্ক-এর অধিকার স্থাপনের কিছু পর অবধি ঐতিহাসিক ঘটনা- প্রসঙ্গের বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন। ফলে প্রতীক্ষিত পাঠককূলের অনুমান এই ঐতিহাসিক উপন্যাস পাঠ করে তারা অজানা গৌড়শ্বরকে জানবে – তথাকথিত ভাবধারা বাদেও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে শশাঙ্ককে বিচার করবার মত ঐতিহাসিক গবেষণার উপাদান হিসাবে আগামীদিনে পরিগনিত হবে প্রকাশিত হতে চলা তথ্য – যুক্তি সম্বলিত অনুসন্ধিৎসার উদ্রেক জাগরণের এই পুথি। শিক্ষা আধিকারিক সানি মিশ্র-র উপন্যাস রচনায় খুশি জেলার সাহিত্যিক – উপন্যাসিক, কবি থেকে শুরু করে সাহিত্য-উপন্যাসপ্রেমী মহল। সাহিত্যপ্রেমী তথা লেখক ও অধ্যাপক অভিজিৎ সরকার বলেন শিক্ষাকর্তা সানি মিশ্রের লেখা উত্তরবঙ্গের ইতিহাস কেন্দ্রিক ইংরেজি উপন্যাস যা অতীতের গৌরব গাঁথা তুলে ধরবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন ইতিহাস কেন্দ্রিক বিভিন্ন বই থাকলেও ইংরেজিতে লিখিত উপন্যাস কার্যত এই প্রথম যা উত্তরবঙ্গের লেখকদের উৎসাহিত করবে বলেই মনে করি। বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যক বিশ্বনাথ লাহা বলেন খুবই ভাল উদ্যোগ, রাজা শশাঙ্ককে নিয়ে ইংরাজি ভাষায় উপন্যাস রচিত হলে শুধু দেশের মানুষরাই নয় বিদেশের মানুষরাও বাংলার রাজাদের ইতিহাস জানতে পারবে। প্রসঙ্গত উল্লেখ যে, রাজা শশাঙ্ককে নিয়ে ইংরাজি ভাষায় রচিত উপন্যাস এই প্রথম। ইতিহাস গবেষক ড: সমিত ঘোষ-ও সানি মিশ্র-র এহেন উদ্যোগকে শুভকামনা জানিয়েছেন। সানি মিশ্র জানিয়েছেন অন্যভাবে শশাঙ্ক-এর ইতিহাস ভেবে দেখার বা জানার প্রয়োজনীয়তা এবং ইতিহাসের পাতায় থাকা বিভিন্ন রাজাদের সম্পর্কে গতানুগতিক ধারানার বাইরে গিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে পুন:পর্যবেক্ষণ করার ভাবনা তার ঐতিহাসিক উপন্যাস রচনার অন্যতম কারণ। তিনি জানিয়েছেন তার ব্যস্ত কাজের সময় বাদে নিয়মিত তবলার রেওয়াজ ও উপন্যাস লেখা তার নেশা। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বানগড়ের ইতিহাস ভিন্নস্বাদে সহজ সরল কলমে স্কুল পড়ুয়াদের কাছে তুলে ধরার আবদার মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি। বর্তমানে “গৌড়েশ্বর” উপন্যাসটি প্রকাশিত হওয়ার আগেই হু হু করে বাড়ছে উপন্যাসের প্রি-বুকিং-এর সংখ্যা।
দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা আধিকারিকের লেখা বই রাজ্যের গন্ডি পেরিয়ে বিকোচ্ছে ভীন রাজ্যে-ভীন দেশে।

Leave a Reply