তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের খুঁটি পুজো।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আর কিছু দিনের অপেক্ষা তারপরই মর্তে আসবেন উমা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা শুরু হয়েছে দূর্গা উৎসব কমিটি গুলির খুঁটি পুজো। খুঁটি পূজার মাধ্যমে ঢাকের কাঠি দিয়ে প্রত্যেক বছরের মতো এ বছরও বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের খুঁটি পূজার আয়োজন করা হয়। এ বছরে প্রতিমায় বিশেষ আকর্ষণ নবগ্রহের রত্ন। প্রতিবছরের মতো এ বছরও তাদের পুজোয় নতুনত্বের ছোঁয়া। এই বছর ৪৩তম বর্ষে পদার্পন করলো শহর বর্ধমানের সেরা পুজোর অন্যতম তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছিল থিম, পুজো মণ্ডপকে কেন্দ্র করে সুকান্ত স্মৃতি সংঘের দূর্গা পুজো। এই বছর আরও বেশি কিছু চমক রয়েছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের। এই বছরের থিম ”মন্ত্র বলে কর তর্পন, তেলিপুকুরে এবার মন্ত্র মতে দেবী দর্শন”। নবগ্রহের রত্ন দ্বারা তৈরী হবে সুকান্ত স্মৃতি সংঘের প্রতিমা। খুঁটি পুজো উপলক্ষে হাজির ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, মূল উদ্যোক্তা রাসবিহারী হালদার সহ তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *