নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিলিগুড়ির মাটিগাড়াতে ছাত্রীর নির্মম হত্যাকাণ্ডে যুক্ত দোষীদের কঠোর শাস্তি দাবিতে বৃহস্পতিবার দুপুরে কালচিনিতে মৌন মিছিল করল ডীমা শঙ্কর নেপালি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন ডীমা এলাকা থেকে মৌন মিছিল শুরু হয় । আর এই মৌন মিছিল কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডীমা এলাকায় গিয়ে শেষ হয় । এদিনের মৌন মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরা ও উপস্থিত ছিলেন । ডীমা শঙ্কর নেপালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোভান নৌবাগ জানান দোষীদের কঠোর শাস্তি দাবীতে এই মৌন মিছিল।
শিলিগুড়ির মাটিগাড়াতে ছাত্রীর নির্মম হত্যাকাণ্ডে যুক্ত দোষীদের কঠোর শাস্তি দাবিতে কালচিনিতে মৌন মিছিল।












Leave a Reply