জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হয়েছে ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসে ভোট গণনা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ধূপগুড়ি উপ নির্বাচনের গণনা।
তবে মোবাইল, ইলেকট্রিক গেজেট, স্মার্ট ওয়াচ ও জলের বোতল নিয়ে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। আজ ৬ রাজ্যের ৭টি বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। এর মধ্যে অন্যতম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। তবে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে এখানে। তৃণমূল বনাম বিজেপি ও বাম-কংগ্রেসের যৌথ প্রার্থীর লড়াই হচ্ছে। প্রথমেই শুরু হয়েছে পোস্টাল ব্যালটের কাউন্টিং। জানা গেছে মোট ১০ রাউন্ডে হবে গণনা। বেলা ১২টার মধ্যেই ফলাফলের একটা স্পষ্ট চিত্র চলে আসবে বলে মনে করা হচ্ছে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র কার দখলে থাকছে তখনই হয়তো জানা যাবে বিষয়টি।
Leave a Reply