অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপন ছাত্রদের।

সেখ ওলি মহম্মদ, বীরভূমঃ- শিক্ষকের অবদান তো শুধু স্কুলের বছরগুলোতেই সীমাবদ্ধ নয়, সারা জীবনের পাথেয়। তাই ছাত্রেরা কীভাবে অস্বীকার করবে সেই ঋণ? তাই তাঁদের শিক্ষকদের কৃতজ্ঞতা জানালেন প্রায় ২৮ বছর আগে স্কুলজীবন পেরিয়ে আসা পড়ুয়ারা। আজ দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ১৯৯৫ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্রদের পক্ষ থেকে সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা প্রদান ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের মালঞ্চ অনুষ্ঠান ভবনে। এদিন বৈকালে ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন ১৯৯৫ সালের মাধ্যমিক ব্যাচের ৪১ জন ছাত্র। এই মহতী অনুষ্ঠানে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বরণ করা হয়। পরে প্রত্যেককে উত্তরীয়, মেমেন্টো, ছাতা, দেওয়াল ঘড়ি, ব্যাগ, কফি মগ, দার্জিলিংয়ের চা ও মিষ্টি দেওয়া হয়। প্রত্যেক ছাত্রই অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রণাম করে আশীর্বাদ নেন। ছাত্র তথা শিক্ষক সৌমেন মুখার্জি জানান, অনেক দিনের ইচ্ছা যাঁদের কাছে শিক্ষা পেয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি তাঁদের সংবর্ধনা দিয়ে আশীর্বাদ নেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *