আবদুল হাই, বাঁকুড়াঃ প্রিয় স্যার এবং দিদিমণির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল বলেই হয়ত বিধি মেনে শিক্ষক দিবস পালিত না হলেও দিনের শেষে ছয় দিন পর পালিত হল এই বিশেষ দিন। হ্যাঁ অসুস্থতার কারণে পালন করা হয়নি শিক্ষক দিবস। কিন্তু প্রিয় প্রধান শিক্ষক যে সব সময় পাশে দাঁড়িয়েছেন তাঁদের, এবং সেই কারণেই প্রধান শিক্ষক এবং দিদিমণিকে সন্মান জানালেন মিড ডে মিলের কর্মীরা মিলে। দেখুন সেই আন্তরিক উৎযাপন। আজ কাল সবাই ব্যাস্ত আর ব্যাস্ততার কারণে পালন করা হয়না বহু বিশেষ দিন। তবে ইচ্ছা থাকলে উপায় হয়।
বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলের মিড ডে মিলের কর্মীরা প্রধান শিক্ষক ও এক দিদিমনি কে শিক্ষক দিবসে সম্মান জানালেন। এই ছবি দুচোখ ভরে দেখল জেলার মানুষ।
এই বিষয়ে আবেগ প্রবণ প্রধান শিক্ষক জানান ” আমরা শিক্ষক, শিক্ষিকা এবং মিড ডে মিলের কর্মী এবং ছাত্র ছাত্রীরা একই পরিবার।”
৫ ই সেপ্টেম্বর এক মিড ডে মিল কর্মী গুরুতর অসুস্থ থাকায় ঐ দিন স্কুলে আসা হয়নি।মিড ডে মিলের কর্মীরা ঐ দিনের কথা না ভুলে আজ হঠাৎ করে এক প্রকার সারপ্রাইজ দিয়ে প্রধান শিক্ষক ও দিদিমনি কে সম্মান জানায়।
Leave a Reply