হাসপাতাল পরিদর্শনে জেলা সভাধিপতি কাজল সেখ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপু গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। আজ সকাল থেকে দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বক্রেশ্বর, লোবা গ্রাম পঞ্চায়েতের তরুলিয়া এবং হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন সহ-সভাধিপতি স্বর্ণলতা সরেন, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক সহ আরও অনেকে। তিন জায়গায় দুয়ারে সরকার কর্মসূচি শেষ করে হঠাৎই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে চলে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই হাসপাতালের সমস্ত বিভাগ তিনি ঘুরে দেখেন। বেডে শুয়ে থাকা রোগীদের সাথে হাসপাতালের পরিষেবা নিয়ে কথা বললে তাঁরা জানান, হাসপাতালে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে। এমনকী প্রতিটি ওয়ার্ডের শৌচালায় গুলি কেমন অবস্থায় রয়েছে তা দেখতে ঢোকেন। কিন্তু শৌচালয়গুলি নোংরা, আবর্জনায় ভর্ত্তি রয়েছে। কেন নোংরা অবস্থায় রয়েছে তা তিনি জানতে চান দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডলের কাছে। তাঁকে বলেন, রোগীদের ঠিকঠাক পরিষেবা দেন। সব ক্ষেত্রে সঠিক কাজ বা ১০০ শতাংশ কাজ করেছে এটা বলবো না। পরিকাঠামো বা পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ত্রুটি আছে বলে স্বীকার করে নেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিগত দিনে কি হয়েছে, না হয়েছে দেখতে আমি যাবো না। কিন্তু আগামী দিনে যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন এই হাসপাতাল থেকে সেটা দেখে নেবেন। বিগত ৭-৮ বছর ধরে বন্ধ হওয়া এক্সরে মেশিন ও ইসিজি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিগত দিনে কি হয়েছে সেই চ্যাপ্টার ক্লোজ করুন। কিন্তু এরপর থেকে যে দিনগুলো আসছে অবশ্যই এই এলাকার মানুষ এই হাসপাতাল থেকে উন্নত পরিষেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *