ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির জানাজায় সামিল মন্ত্রী সিদ্দিকুল্লাহ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সংবিধান ও গণতন্ত্র রক্ষার্থে এবং আরও যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো ভিত্তিক তথা অদ্ভুত পরিস্থিতিকে সামনে রেখে কলকাতায় প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় জমিয়তে উলেমা হিন্দের পক্ষ থেকে গত ২১শে সেপ্টেম্বর । সেই মোতাবেক অন্যান্য ব্লক বা থানা এলাকার ন্যায় সদাইপুর থানা এলাকা থেকে ১৩০ জন জমিয়তের সদস্য জনসভায় যোগদান করেন সিউড়ী- শিয়ালদহ ট্রেন মাধ্যমে।ফেরার পথে ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে প্রান হারান জমিয়তের এক যুবক। জমিয়তের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান জানান, কলকাতায় জনসভা থেকে ঐদিনই ট্রেন ধরে বাড়ি ফেরার পথে নৈহাটি স্টেশনে জল আনতে নামেন সদাইপুর থানার লালমোহনপুর গ্রামের ৩৫ বছরের যুবক নাজমুল হক। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে চাপতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গিয়ে দুটি পা কাটা পড়ে। দূর্ঘটনা কবলিত খবরের কথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানানোর পরেই দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় কল্যানী হাসপাতালে নিয়ে ঢোকার মুহুর্তেই মারা যায় যুবকটি। আজ রাত্রে মৃতদেহ বাড়ি পৌঁছে এবং জানাজার নামাজ আদায় করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আনিসুর রহমান সহ বহু আলেম উলেমাগন। এই দিনই জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সংগঠনের রাজ্য সভাপতি তথা মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবারের হাতে এক লক্ষ টাকা দেওয়ার সংকল্প করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।আগামীতেও অসহায় পরিবারটির পাশে জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা যেমন দাঁড়াবেন, সেরকমই পাড়া-প্রতিবেশীদের কাছেও তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *